14 C
আবহাওয়া
৮:০৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » হাসানের ৫ উইকেট, ভারত থামল ৩৭৬ রানে

হাসানের ৫ উইকেট, ভারত থামল ৩৭৬ রানে


বিএনএ, স্পোর্টস ডেস্ক : ৫ দিনের টেস্ট ম্যাচে ৬ উইকেটে ৩৩৯ রানে প্রথম তিন শেষ করেছিল স্বাগতিক ভারত। দ্বিতীয় দিনে শেষ চার উইকেটে আর ৩৭ রান যোগ করতে পারে। ৩৭৬ রানে শেষ হয় ভারতের ইনিংস।

দ্বিতীয় দিনে স্বাগতিকদের চতুর্থ ও শেষ উইকেটটি শিকার করেন আগের দিন চার উইকেট নেয়া হাসান মাহমুদ। এতে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করার কীর্তি গড়লেন এই ডানহাতি পেসার। ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ৫ উইকেট অর্জন এখন তার। সেই সঙ্গে চেন্নাই টেস্টে ভারতের ১০ উইকেটের ৯টিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা।

ভারত নিজেদের প্রথম ইনিংসে ৯১ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৩৭৬ রান সংগ্রহ করেছে । স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ১১৩ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাছাড়া ৮৬ রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৮৩ রানে ৫ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হাসান। তাছাড়া ৫৫ রানের বিনিময়ে ৩ উইকেট পেয়েছেন তাসকিন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ