25 C
আবহাওয়া
১:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে দুইদিন ধরে যুবক নিখোঁজ

বোয়ালখালীতে দুইদিন ধরে যুবক নিখোঁজ

বোয়ালখালীতে দুইদিন ধরে যুবক নিখোঁজ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে দুইদিন ধরে মো. ঈসা (২২) নামে এক যুবক নিখোঁজ রয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে ডিস লাইনের গ্রাহকদের কাছ থেকে মাসিক ফি তুলতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় সে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঈসার সন্ধান চেয়ে বোয়ালখালী থানায় নিখোঁজ ডায়েরি করেছেন তার বড় ভাই মো. মুসা।

নিখোঁজ ঈসা বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুজাহিদ চৌধুরী পাড়ার মো. জাফর আহমদের ছেলে। সে ডিস ক্যাবল লাইনের কর্মচারী বলে জানা গেছে।

মো. মুসা বলেন, গত সোমবার দুপুর ১২টা থেকে ঈসার মোবাইল বন্ধ রয়েছে। তবে ওইদিন রাত ১১টার সময় ঈসার ফেসবুক মেসেঞ্জার আইডি থেকে তার বোন নার্গিসের আইডিতে বার্তা দেওয়া হয় যে- ৩০ হাজার টাকা ওর কাছে পেয়েছি। আর ৫০ হাজার টাকা দিলে ছেড়ে দেব।

আরও পড়ুন:

সাংবাদিক নাদিম হত্যার আসামি বাবুর জামিন স্থগিত

তিনি আরও বলেন, এই বার্তা পেয়ে আত্মীয় স্বজনসহ পরিবারের সবাই উদ্বেগের মধ্যে রয়েছি। সোমবার সকালে সে ডিস লাইনের গ্রাহকদের কাছ থেকে মাসিক ফি তুলতে ঘর থেকে বের হয়েছিল।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, নিখোঁজ যুবকের সন্ধানে পুলিশ কাজ করছে। তার অবস্থান জানার চেষ্টা চলছে। সন্ধান পেলে তার পরিবারকে জানানো হবে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ