26.5 C
আবহাওয়া
১০:৩৩ অপরাহ্ণ - মে ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ৩২ বছর আগে তৈরি রানির ‘বিশেষ’ কফিন

৩২ বছর আগে তৈরি রানির ‘বিশেষ’ কফিন

কফিন

বিএনএ বিশ্ব ডেস্ক: ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ বহনকারী কফিন নিয়ে নানা তথ্য সামনে আসছে। তবে অবাক করা তথ্য হলো, কফিনটি তৈরি করে রাখা হয়েছিল আজ থেকে ৩২ বছর আগে। রাজপরিবারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।

রানির রাজত্বকালের মতোই কফিনটির মহিমাও রাজকীয়। ৩২ বছর আগে তৈরি করা হয়েছিল কফিনটি। ইংলিশ বিখ্যাত ওককাঠ দিয়ে তৈরি করা হয় রানির কফিনটি। রাজকীয় রীতি মেনে কফিনটির গায়ে সীসার পরত দেওয়া আছে। সেই কফিনটি বহন করেন আটজন বাহক। সীসার পরত থাকায় কফিনের ভেতর ও বাইরে বাতাস ও আর্দ্রতা প্রবেশ করতে পারে না। এ কারণেই দীর্ঘ সময় ধরে দেহ সংরক্ষণ করা যায়। আর একই কারণে কফিনটি অনেক ভারী।

কফিনটি কে তৈরি করেছিলেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ১৯৯১ সাল থেকে লন্ডনে রাজপরিবারের অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনা করে লেভারটন অ্যান্ড সন্স। সংস্থাটি জানিয়েছে, ওই বছরই উত্তরাধিকারসূত্রে তারা কফিনটি পেয়েছিল।

কফিনের ভেতর রানির দেহের সঙ্গে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র রাখা হয়। সেগুলো যাতে নিরাপদে থাকে, তার জন্য এর ঢাকনাটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। বার্মিংহামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কফিনটির পিতলের হাতল তৈরি করেছে। এটি বিশেষভাবে রাজকীয় ক্যাসকেটের জন্য তৈরি করা হয়েছে। আর কফিনটি সম্পর্কে লেভারটন অ্যান্ড সন্সের মালিক অ্যান্ড্রু লেভারটন বলেন, এটা এমন এক কফিন, যা একদিনে তৈরি করা সম্ভব নয়।

গত বছর মৃত্যু হয়েছিল রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের। তার জন্য যে কফিনটি তৈরি করা হয়েছিল, রানির কফিনটি হুবহু এক রকমের। প্রিন্স ফিলিপকে লন্ডনের পশ্চিমে অবস্থিত উইন্ডসরের সেন্ট জর্জ চ্যাপেলের রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে সমাহিত করা হয়েছিল। রানি দ্বিতীয় এলিজাবেথকেও তার পাশেই সমাহিত করা হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ