21 C
আবহাওয়া
১:৩০ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » আফগানিস্তানকে চীনের নি:শর্ত ব্যাপক খাদ্য সহায়তার প্রতিশ্রুতি

আফগানিস্তানকে চীনের নি:শর্ত ব্যাপক খাদ্য সহায়তার প্রতিশ্রুতি

চীন ১৫মিলিয়ন ডলারের সাহায্য ও ১০লাখ করোনার টিকা দিল আফগানিস্তানকে

বিএনএ, বিশ্ব ডেস্ক :  আফগানিস্তানের বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠতে বিশ্বের বিভিন্ন দেশ, সংস্থা ও নন প্রফিট সংগঠন দেশটিতে মানবিক সাহায্য পাঠাতে শুরু করেছে। ইতোমধ্যে জাতিসংঘের আহবানে সাড়া দিয়েছে বিশ্ব।

রোববার(১৯সেপ্টেম্বর) কাবুলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইউ বলেছেন, কোন রকম শর্ত ছাড়াই আফগানিস্তানকে মানবিক সহায়তা দিতে চীন প্রস্তুত।

তালেবান সরকারের শরণার্থী ও পুনর্বাসন বিষয়কমন্ত্রী খলিলুর রহমান হাক্কানীর সাথে দেখা করেন চীনা দূত।তিনি বলেন, শীতের শুরুর আগেই  এই সব মানবিক সাহায্য প্রেরণ করা হবে।

শরণার্থী ও পুনর্বাসন বিষয়কমন্ত্রী খলিলুর রহমান হাক্কানী জানান, চীন ১৫মিলিয়ন ডলারের মানবিক খাদ্য ও অন্যান্য সাহায্য ও ১০লাখ করোনার টিকা দেবে আফগানিস্তানকে।

আফগানিস্তানের আজকের খবর

এর আগে চীনা ও পাকিস্তানের রাষ্ট্রদূতদ্বয় আফগানিস্তানের নতুন অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী মনসুর আহমাদ খানের সাথে সাক্ষাত করেন।

পাকিস্তান রোববার ২৭৮টন খাদ্য সহায়তা তোরখাম সীমান্ত পথে আফগানিস্তানে পাঠিয়েছে।

ইসোমিক এমিরাট অব আফগানিস্তান সরকার চীন ও পাকিস্তান সরকারকে সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেছে, এসব ঠিকমত আফগান জনগনের মধ্যে বিতরণ করা হবে। সূত্র: খামা নিউজ প্রেস এজেন্সি। 

আফগানিস্তানের আজকের খবর, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ