19 C
আবহাওয়া
১২:২২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজারে কৃষকলীগ নেতাকে গুলি করে হত্যা

কক্সবাজারে কৃষকলীগ নেতাকে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা

বিএনএ কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় সরওয়ার কামাল নামে স্থানীয় এক কৃষক লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনজাগিরপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সরওয়ার কামাল ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং ওই এলাকার বাসিন্দা ছৈয়দ নূর সিকদারের ছেলে।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। তিনি জানান, ভোরে বনজাগিরপাড়ায় গুলির শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বের হয়ে আসেন স্থানীয়রা। পরে  ওই এলাকায় সরওয়ার কামালের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

রফিকুল ইসলাম বলেন, কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, এ ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

বিএনএনিউজ/আরকেসি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ