27 C
আবহাওয়া
৪:০২ পূর্বাহ্ণ - আগস্ট ২৩, ২০২৫
Bnanews24.com
Home » এনসিপি’ মানে কী ‘ন্যাশনাল চিলড্রেন পার্টি’?

এনসিপি’ মানে কী ‘ন্যাশনাল চিলড্রেন পার্টি’?


বিএনএ, ঢাকা : গত ১৬ই আগস্ট সেনাবাহিনীর মেধা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী। মঙ্গলবার বিষয়টি উঠেছে সেনাবাহিনীর ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে। বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানা ধরনের কটূক্তি প্রসঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তারা আমাদের সন্তানের বয়সী। ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন লজ্জিত হবে।

YouTube player

সেনা প্রধানের এমন মন্তব্য নিয়ে নানা মুনির নানা মত। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষষটিকে একেক জন একেকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন।

অনেকে বলছেন, যারা আগামী সংসদে ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন পেয়ে জাতীয় সরকার গঠন করার ঘোষণা দেয়, গণ পরিষদ নির্বাচন চায়, মুজিববাদের সংবিধান ছুড়ে ফেলতে চায়, সামরিক গোয়েন্দা সংস্থাকে নিষিদ্ধ করার দাবি জানায়, সেনাবাহিনী বিদেশে প্রদর্শনীতে গিয়ে অস্ত্র কিনে নিয়ে আসে আর সেই অস্ত্র মাথায় ঘিলু না থাকার কারনে জনগণের উপর চালায়, কি অদ্ভুত এই বাহিনী, এসব কথা যারা বলে  তারা কী আসলে কম বয়সী শিশুতুল্য? তারাই তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের নিয়োগ দিয়েছেন, নিজেরাই উপদেষ্টা হয়েছেন। সত্যিই কী তারা কম বয়সী তথা শিশু?

সেনাপ্রধানের ক্ষমা সুলভ বক্তব্যের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এনসিপির ইঁচড়ে পাকা নেতারা ভবিষ্যতে আরও বেপরোয়া মন্তব্য করতে উৎসাহিত হবে না এমন গ্যারান্টি কী, সেই প্রশ্নও উঠেছে।

সমালোচকরা বলছেন, কিংস পার্টি ‘এনসিপি’ মানে ‘ন্যাশনাল সিটিজেন পার্টি’ নয়, ‘এনসিপি’ মানে ‘ন্যাশনাল চিলড্রেন পার্টি’। যার প্রতিধ্বনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ‘অফিসার্স অ্যাড্রেস’ বক্তব্যে উঠে এসেছে!

বিএনএনিউজ/ শামীমা চৌধুরী শাম্মী/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ