বিএনএ, ঢাকা: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ‘ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করেছেন বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
মঙ্গলবার (১৯ আগস্ট) নেতানিয়াহু বলেন, ‘ইতিহাস আলবানিজকে একজন দুর্বল রাজনীতিবিদ হিসেবে মনে রাখবে।’
সোমবার (১৮ আগস্ট) অস্ট্রেলিয়া নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের এক কট্টর-ডানপন্থী সদস্যকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। এর জবাবে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নিযুক্ত অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে।
অস্ট্রেলিয়ার অভিবাসন–বিষয়ক মন্ত্রী টনি বার্ক বলেন, নেতানিয়াহু আসলে ‘ক্ষোভ প্রকাশ করছেন’। কারণ, অস্ট্রেলিয়া সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার পর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।
চলতি আগস্টের শুরুতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। তখন প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, যুদ্ধের কারণে নিরীহ মানুষের ওপর যে প্রভাব পড়ছে, তা নেতানিয়াহু অস্বীকার করছেন।
তিনি আরও বলেন, ‘গাজায় আমরা যে সাহায্য বন্ধ হয়ে যাওয়া দেখেছি এবং তারপর খাবার ও পানির জন্য লাইনে দাঁড়ানো মানুষ মারা যাচ্ছেন—এসব সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে এ পর্যন্ত ১৪৭টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার পর অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেয়।
এ ঘোষণার পর নেতানিয়াহু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল মাখোঁ ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি তাদের বিরুদ্ধে ‘গণহত্যাকারী, ধর্ষক, শিশু হত্যাকারী ও অপহরণকারীদের’ পাশে দাঁড়ানোর অভিযোগ আনেন।
বিএনএ/ ওজি/শাম্মী