27 C
আবহাওয়া
৮:৫৩ পূর্বাহ্ণ - মে ২৯, ২০২৩
Bnanews24.com
Home » অনন্ত জলিলের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করার অভিযোগ

অনন্ত জলিলের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করার অভিযোগ

অনন্ত জলিলের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করার অভিযোগ

বিনোদন ডেস্ক: অনন্ত জলিলের ‘দিন-দ্য ডে’ সিনেমা নিয়ে একের পর এক বিতর্কের জন্ম হচ্ছে। সিনেমাটি মুক্তির আগে থেকেই অনন্ত জলিলের বিভিন্ন মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছিল। গত ঈদে মুক্তির পরও সেই ধারা অব্যাহত থাকে। এবার সিনেমাটির পরিচালক মুর্তজা অতাশ জমজম জন্ম দিলেন বিতর্কের নতুন অধ্যায়।

সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। কিন্তু বাংলাদেশে সিনেমাটি মুক্তির সময়ে কোনো আয়োজনেই পরিচালক ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমকে দেখা যায়নি। তবে গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে সরব হয়েছেন নির্মাতা জমজম।

অনন্ত জলিলের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করার অভিযোগ
অনন্ত জলিলের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করার অভিযোগ

তিনি অনন্ত জলিলের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করার অভিযোগ তুলেন। তিনি আরও বলেন, অর্ধনির্মিত অবস্থায় নিয়ে সিনেমাটিকে নষ্ট করেছে অনন্ত জলিল । এমনকি নিজের অংশের টাকা তিন-চার বছর ধরে চেয়েও অনন্ত জলিলের কাছ থেকে পাননি তিনি।এ বিষয়ে ইরানের আদালতে অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন মুর্তজা অতাশ জমজম।

এদিকে মুর্তজা অতাশ জমজম এর অভিযোগ নিয়ে মুখ খুলেছেন অনন্ত জলিল। তিনি জানালেন, মামলার বিষয়টি এখনো জানেন না। আর মুর্তজা যেসব অভিযোগ করেছেন, সেগুলোও ভিত্তিহীন।

অনন্ত জলিল বলেন, ‘সিনেমার শুটিং শেষ করেছি তিন-চার-বছর আগে। সব ফুটেজ কিন্তু নির্মাতার কাছেই ছিল। এরপর আমি কোনো কিছু গোপন করিনি। সবকিছু মিডিয়াকে বলেই সিনেমা মুক্তি দিয়েছি। গত বছরও নির্মাতা আমার দাওয়াতে বাংলাদেশ এসে প্রোগ্রাম করে গেছেন। অভিযোগ থাকলে তো তিনি সিনেমার ফুটেজই দিতেন না।’

অনন্ত জলিলের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করার অভিযোগ
অনন্ত জলিলের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করার অভিযোগ

অনন্তের দাবি, চুক্তি অনুযায়ী কেবল বাংলাদেশে শুটিংয়ের অর্থ তিনি বহন করেছেন। তার ভাষ্য, ‘বাংলাদেশে ওদের দেশ থেকে ১৭ জন শিল্পী এসেছিল। তাদের পাঁচতারকা হোটেলে রেখেছি। রাজকীয় মর্যাদা দিয়েছি। শুটিংয়ে কোনো হস্তক্ষেপ করিনি। আমার কাছে চুক্তির সমস্ত কাগজ রয়েছে।’

প্রসঙ্গত, ‘দিন দ্য ডে’ বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’-এর ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

বিএনএ/ রিপন রহমান খাঁন,এসজিএন

Total Viewed and Shared : 110 


শিরোনাম বিএনএ