19 C
আবহাওয়া
২:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তান দখলের নেপথ্যে তালেবানের ৭ শীর্ষ নেতা

আফগানিস্তান দখলের নেপথ্যে তালেবানের ৭ শীর্ষ নেতা

আফগানিস্তান দখলের নেপথ্যে তালেবানের ৭ শীর্ষ নেতা

বিএনএ ডেস্ক : দ্রুততম সময়ে আফগান সরকারকে হটিয়ে কাবুল দখল করে তালেবানরা নজর কেড়েছে বিশ্ববাসীর ।  কাবুল বিজয়ের পর তালেবানরা শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করলেও অনেকের আতঙ্ক সরছেনা । তারা মনে করছে, যে কোন সময়ে তালেবানরা তাদের কট্টর রীতিনীতি চাপিয়ে দেবে আফগানদের ওপর  ।  যদিও তালেবানরা বারাবার স্বদেশবাসী ও বর্হিবিশ্বকে আশ্বস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।তালেবোনদের এই বিজয়ের পেছনের নেপথ্য নায়ক কারা ? ৭ শীর্ষ  নেতার পরিচয় এখানে তুলে ধরবো্।

হাইবাতুল্লা আখুন্দজাদা:  আফগান তালিবানের প্রধান নেতা। ২০১৬-তে আমেরিকার ড্রোন হামলায় তাঁর পূর্বসূরির মৃত্যুর পর সংগঠনের তৃতীয় প্রধান হিসেবে উঠে আসেন। তিনি আড়াল থেকে সংগঠন সামলাতেন। তালিবানের শীর্ষস্তরে উঠে আসার পরই তাঁর ছবি প্রকাশ্যে আসে।

আব্দুল গনি বরাদর: তালিবানের প্রধান মুখপাত্র।  ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ ছিলেন। ২০১০-এ পাকিস্তানের করাচিতে আমেরিকার সৈন্যের হাতে ধরা পড়েছিলেন। ২০১৮-তে ছাড়া পান। বর্তমানে তালিবানের দোহার রাজনৈতিক কার্যালয়ের দায়িত্বে আছেন তিনি।

মোল্লা ইয়াকুব: তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে। তালিবানের উত্তরসূরির প্রধান দাবিদার ছিলেন।   পাকিস্তানে পড়াশোনা তাঁর। এখন আফগানিস্তানেই থাকেন। হক্কানি গোষ্ঠীর সঙ্গে ভাল যোগাযোগ তাঁর।

আব্দুল হাকিম ইশাকজাই: আখুন্দজাদার খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তালিবানের মধ্যে। তালিবানের প্রধান সমঝোতাকারীর দায়িত্বে রয়েছেন তিনি।

শের মহম্মদ আব্বাস স্তানিকজাই:  ১৯৯৬ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর ডেপুটি বিদেশমন্ত্রীর পদে ছিলেন।ইংরেজীতে খুব পারদর্শী। আফগান সরকারের সঙ্গে হক্কানি গোষ্ঠীর সমঝোতাকারী হিসেবে কাজ করতেন।

মোল্লা ইব্রাহিম সদর: ২০১৬-তে তালিবান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পান। তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ ছিলেন। তালিবান বাহিনীর মধ্যে বেশ জনপ্রিয়।

সিরাজউদ্দিন হক্কানি : ওয়াজিরিস্তানে হক্কানি নেট্ওর্য়াকের প্রধান হিসেবে দায়িত্বরত আছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ