স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড বনাম নরওয়ের খেলার মধ্যে দিয়ে শুরু হল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ফিফা নারী ফুটবল বিশ্বকাপ ২০২৩(FIFA Womens world Cup2023)।
অকল্যান্ডের ইডেন পার্কে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড ১-০গোলে জয় পেয়েছে।
৩২টি দেশকে নিয়ে শুরু বিশ্বকাপের ফাইনাল খেলা হবে আগামী ২০ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনিতে।
গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন আমেরিকা আগামী শনিবার ভিয়েতনামের বিরুদ্ধে মাঠে নামবে।
৩২টি দেশ আটটি গ্রুপে বিশ্বকাপের খেলায় অংশ নিচ্ছে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল।
‘এ’ গ্রুপে নিউ জ়িল্যান্ডের সঙ্গে রয়েছে, নরওয়ে, ফিলিপিন্স ও সুইৎজ়ারল্যান্ড।
‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, কানাডা, নাইজিরিয়া ও আয়ারল্যান্ড।
‘সি’ গ্রুপে স্পেন, কোস্টারিকা, জাপান ও জ়াম্বিয়া।
‘ডি’ গ্রুপে চিন, ডেনমার্ক, ইংল্যান্ড এবং হাইতি।
‘ই’ গ্রুপে গত বারের চ্যাম্পিয়ন আমেরিকা, রানার্সআপ নেদারল্যান্ডস, পর্তুগাল ও ভিয়েতনাম।
‘এফ’ গ্রুপে ব্রাজিল, ফ্রান্স, জামাইকা ও পানামা।
‘জি’ গ্রুপে আর্জেন্টিনা, ইটালি, দক্ষিণ আফ্রিকা এবং সুইডেন।
‘এইচ’ গ্রুপে কলম্বিয়া, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও মরক্কো।
বিএনএ,এসজিএন