16 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ববি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ববি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, ববি : রিবনা শাহরিন নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) রাত  ৯টার দিকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের পিছনে আনন্দবাজার সংলগ্ন মোল্ল্যা ছাত্রীনিবাস থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রিবনা শাহরিন নামে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের (১১ম ব্যাচ) শিক্ষার্থী। ঐ শিক্ষার্থীর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে।

প্রত্যক্ষদর্শী ও সহপাঠী সূত্রে জানা যায় গত ১৬ জুলাই ঐ শিক্ষার্থীর পরীক্ষা ছিল। ঐদিন পরিবারের ও তার এক সহপাঠীর সাথে তার শেষ কথা হয়৷

তিনদিন মেয়ের খোঁজ না পাওয়ায়  আজ ঐ শিক্ষার্থীর মা,চাচা দরজা আটকানো অবস্থা দেখে দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায়৷ শিক্ষার্থীর মায়ের ভাষ্যমতে, ঐ শিক্ষার্থী মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত ছিলেন এবং সে একা থাকতে পছন্দ করতেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো খোরশেদ আলম বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা৷ বিষয়টি জানার সাথে সাথে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে এসেছি। জানতে পেরেছি, সে তার কক্ষে একা একা থাকতো। তাই আশেপাশে আমাদের অনেক শিক্ষার্থী থাকার পরও বিষয়টি অনুমান করা যায়নি।

বন্দর থানার ওসি (অফিসার্স ইনচার্জ) এ আর মুকুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। ময়নাতদন্তের পর  বিষয়টি সঠিকভাবে জানা যাবে।

বিএনএ/রবিউল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ