17 C
আবহাওয়া
১২:০৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » সামর্থানুযায়ী বন্যা দুর্গতদের সহায়তার আহবান-মসজিদ মিশন

সামর্থানুযায়ী বন্যা দুর্গতদের সহায়তার আহবান-মসজিদ মিশন

বাংলাদেশ মসজিদ মিশনে

বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ পূর্বাঞ্চলও উত্তরঅঞ্চলের বন্যা প্লাবিত এলাকায় অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছেন।

সোমবার(২০জুন) এক বিবৃতিতে মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইয়নুল আবেদীন ও জেনারেল সেক্রেটারি ড.মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন বৃহত্তর সিলেটসহ দেশের বিভিন্ন জেলার মানুষ আজ পানিবন্দী।অনেক অঞ্চল পরিপূর্ণ ডুবে গিয়েছে। লাখো মানুষ ঘর-বাড়ি ছেড়ে আশ্রয়হীন অবস্থায় রয়েছে। এ সব অসহায় মানুষের পাশে সামর্থানুযায়ী দাঁড়ানোর দেশবাসীর নৈতিক দায়িত্ব। নেতৃবৃন্দ বন্যার্তদের জন্য আর্থিক সহায়তা, শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ ও উদ্ধার কাজে এগিয়ে যেতে সকলের প্রতি আহবান জানান।

সহযোগিতা পাঠানোর ঠিকানা

মসজিদমিশনহিসারনাম্বার–MSA/85,ইসলামীব্যাংকবাংলাদেশ,এলিফ্যান্টরোডঢাকা,Bkash-01787452476, প্রেসবিজ্ঞপ্তি

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ