22 C
আবহাওয়া
৯:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » শিমুলিয়া-মাঝিকান্দি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

শিমুলিয়া-মাঝিকান্দি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

বিএনএ,ঢাকাঃ পদ্মায় তীব্র স্রোতের কারণে শিমুলিয়া- মাঝিকান্দি নৌ রুটের ফেরি চলাচল বন্ধ। ঘাটে আসা যানবাহনকে বিকল্প পথে যেতে পরামর্শ দেয় বিআইডব্লিউটিসি।

রোববার (১৯ জুন) রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই নৌপথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানান মাঝিকান্দি ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন।

তিনি জানান, পদ্মায় প্রবল স্রোত বইছে,সকল প্রকার ঝুঁকি এড়াতে রোববার রাত সাড়ে নয়টা থেকে এই রুটের ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ফেরি বন্ধ থাকবে বলেও জানান তিনি। শফিকুল ইসলাম।

তিনি আরও জানান, দুই পাড়ে জমে থাকা সাড়ে তিনশ গাড়িকে বিকল্প পথ ব্যবহার করে গন্তব্যস্থলে যেতে মাইকিং করা হয়েছে।

বিআইডব্লিউটিসির সূত্রে জানা যায়, রাতে শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাটের ফেরি চলাচল বন্ধ থাকে। এতে করে এই রুটে যানবাহন পারাপার হয়। দক্ষিণাঞ্চলের ২১টি জেলার যানবাহন ঢাকায় যেতে এই নদীপথটি ব্যবহার করে।

রোববার সন্ধ্যার পর থেকে নৌপথের বিভিন্ন স্থানে স্রোত ও ঢেউয়ের কারণে চালকদের ফেরি চালাতে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। ফলে সন্ধ্যায় যেসব ফেরি জাজিরা প্রান্তের সাত্তার মাদবর–মঙ্গলমাঝির ঘাটে গিয়েছিল, সেগুলো শিমুলিয়ায় ফেরার পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র