16 C
আবহাওয়া
১১:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ওদের ছেড়ে দেয়ার রহস্য কী

ওদের ছেড়ে দেয়ার রহস্য কী

আটক ডাকাতদের ছেড়ে দেয়ার রহস্য কী

সাভার প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে রোড ডাকাত সন্দেহে জনতার হাতে আটক দুই জনকে ছেড়ে দিয়েছে সাগর হোসেন নামে এক ব্যক্তি। সে কালামপুর অটো মালিক সমিতির সভাপতি বলে জানা গেছে।

শনিবার(১৯জুন) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-কালামপুর-সাটুরিয়া ও বালিয়া সড়কের বাটুলিয়া ব্রিজের ওপর হতে জহিরুল ইসলাম(২৫) ও মিলন হোসেন(২৫) নামে দুজনকে আটক করে পথচারীরা। সড়কে বেড়িকেড দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয় বলে পথচারীরা জানান। এসময় আরও কয়েকজন পালিয়ে যায়।

আটককৃতদের বাড়ী উপজেলার সোমভাগ ইউনিয়নের চর ডাউটিয়া গ্রামে বলে জানা গেছে।

ডাকাত সন্দেহে জনতা ওই দুইজনকে আটক করে কালামপুর বাজারে আসলে কালামপুর বাজার অটো রিকশা মালিক সমিতির সভাপতি মোঃ সাগর হোসেন, মোঃ রবিন হোসেন ও আব্দুর রহিম বিচার করে দেয়ার কথা বলে ছেড়ে দেয় বলে অভিযোগ ওঠেছে। পথচারি ও স্থানীয়দের কাছে ঘটনাটি রহস্যজনক মনে হয়েছে।

বিএনএ, ইমরান খান, এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ