16 C
আবহাওয়া
১১:২৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীর মিরপুরে যান চলাচল স্বাভাবিক

রাজধানীর মিরপুরে যান চলাচল স্বাভাবিক


বিএনএ, ঢাকা: সড়কে মোটরচালিত অটোরিকশা চলার দাবিতে মিরপুরে দিনভর ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের রাস্তা অবরোধ এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় কালশী রোডে। তবে মিরপুরে যান চলাচল স্বাভাবিক।

সোমবার (২০ মে) সকাল থেকে মিরপুর-১২, মিরপুর-১১ ও মিরপুর-১০ চত্বরে যান চলাচল করতে দেখা যায়। মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি সাব্বির আহমেদ বলেন, সোমবার সকাল ১১টা পর্যন্ত অটোরিকশা চলার দাবিতে চালকদের কোথাও জমায়েত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, রোববার (১৯ মে) সকাল থেকে রাজধানীর মিরপুর-১, মিরপুর-১০ ও আগারগাঁও এলাকার সড়কের একাধিক স্থানে অবস্থান নেন চালকরা। পরে দুপুর থেকে রাজধানীর কালশী এলাকায় তাণ্ডব চালায় অটোরিকশা চালকরা। একপর্যায়ে তারা বিকেলের দিকে কালশী মোড়ে অবরোধ করে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা বিভিন্ন পরিবহনের একাধিক বাসে ভাঙচুর করে। এছাড়া, সর্বশেষ কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় আন্দোলনরত অটোরিকশাচালকরা।

বিএনএ নিউজ/রেহানা/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ