15 C
আবহাওয়া
৭:১৬ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » রামপুরায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

রামপুরায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ


বিএনএ, ঢাকা: রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর দাবিতে রোববার (১৯ মে) মিরপুরে দিনভর সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় চালকদের। একই দাবিতে সোমবার (২০ মে) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে রামপুরা এলাকা অবরোধ করেছে অটোরিকশাচালকরা।

অটোরিকশা চালানোর দাবিতে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে অটোরিকশাচালকরা। এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, আজ সকালে অটোরিকশা চালানোর দাবিতে চালকরা রাস্তায় নামে। এখন পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রেখেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে তীব্র যানজটের কারণে অফিসগামী অনেক মানুষকে বাস থেকে নেমে পায়ে হেঁটে এবং রাইড শেয়ারিংয়ে যেতে দেখা গেছে।

বিএনএ/এমএফ/ এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ