19 C
আবহাওয়া
৯:০২ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে প্রাণ হারাল দুই জন

শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে প্রাণ হারাল দুই জন

মিরসরাইয়ে ট্রাকের চাকায় যুবকের মাথা বিচ্ছিন্ন

বিএনএ ডেস্ক : চাঁদপুরে  প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাওয়ার সময় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।নিহতরা হলেন, ফাতেমা আলম (২৪), আব্দুল্লাহ (২৫)।

শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষের হাট এলাকার মিয়ার বাজারে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে,প্রাথমিক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে অটোরিকশাযোগে হাজীগঞ্জ থেকে চাঁদপুরে আসছিলেন তিনজন। এ সময় সময় সিমেন্ট-ইটবোঝাই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফাতেমা আলম নিহত হন। গুরুতর আহত তিনজনকে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে আব্দুল্লাহ নামের আরেক পরীক্ষার্থীর মৃত্যু হয়। আহত দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ