25 C
আবহাওয়া
৩:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » উচ্চপদস্থ ব্যক্তির দুর্নীতি তদন্তকারীকে বদলি নয়-পাকিস্তান হাইকোর্ট

উচ্চপদস্থ ব্যক্তির দুর্নীতি তদন্তকারীকে বদলি নয়-পাকিস্তান হাইকোর্ট


বিএনএ, বিশ্বডেস্ক : উচ্চপদস্থ ব্যক্তির দুর্নীতি তদন্তকারীকে বদলি না করার নির্দেশনা দিয়েছে পাকিস্তানের হাইকোর্ট। একই সঙ্গে গত ছয় সপ্তাহের নতুন নিয়োগ এবং বদলির রেকর্ড তলব করেছে আদালত।

কর্তৃত্বের পদে থাকা ব্যক্তিদের দ্বারা ফৌজদারি বিচার ব্যবস্থাকে অবমূল্যায়ন করা হতে পারে এমন আশঙ্কায় সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত নোটিশ নেওয়ার একদিন পরেই বৃহস্পতিবার (১৯ মে) এই আদেশ দিলেন আদালত।

সম্প্রতি ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) -তে বদলি ও নিয়োগের বিষয়ে সরকারের কাছ থেকে প্রতিক্রিয়া চাওয়ার সময় আদালত কর্তৃপক্ষকে কোনো হাই-প্রোফাইল মামলা প্রত্যাহার করতে নিষেধ করেন।

পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল মামলার বলেন, আমরা ফৌজদারি বিচার ব্যবস্থার পবিত্রতা ও সততা এবং আইনের শাসন নিশ্চিত করতে চাই।

প্রধান বিচারপতি এসময় প্রশ্ন রাখেন, হামজা শেহবাজের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তাদের কেন অপসারণ করা হলো?

প্রধান বিচারপতি স্পষ্ট করেছেন যে আদালতের কার্যক্রম কাউকে বিব্রত করা বা দায়ী করা নয়, বরং “আইনের শাসনকে সমুন্নত রাখতে”।

এর আগে খবর প্রকাশ পায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তার দুই ছেলের বিরুদ্ধে ১৬ বিলিয়ন টাকার মানি লন্ডারিং মামলা চালাতে চায় না এফআইএ। লাহোরের একটি বিশেষ আদালতে অভিযোগ গঠনের জন্য নির্ধারিত তারিখের তিন দিন আগে এফআইএ এ সিদ্ধান্ত নেয়।

যদিও প্রকাশিত খবর অস্বীকার করে প্রতিষ্ঠানটি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ