বিএনএ, বিশ্বডেস্ক : জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় তার সৎ ভাই প্রিন্স হামজাহ-এর চলাফেরা, বসবাসের স্থান এবং যোগাযোগের উপর বিধিনিষেধ আরোপ করেছে। বৃহস্পতিবার (১৯ মে) রাজকীয় আদালত এক বিবৃতিতে একথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, আমরা হামজাকে আরামদায়ক জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন তার সবকিছু দেব, কিন্তু দেশ, এর প্রতিষ্ঠান এবং তার পরিবারকে আঘাত করার জন্য বা জর্ডানের স্থিতিশীলতা নষ্ট করার জন্য সে আর অপব্যবহারের জায়গা পাবে না।
উল্লেখ্য, এর আগে ২০১১ সালের এপ্রিলে বিদেশী ষড়যন্ত্রে রাজতন্ত্রকে অস্থিতিশীল করার চেষ্টায় তাকে অভিযুক্ত করে শাস্তি দেয়া হয়েছে। পরে রাজার প্রতি আনুগত্যের প্রতিশ্রুটি দেওয়ায় তার ক্ষমা করা হয়।
বিএনএনিউজ/এইচ.এম।