বিএনএ,চট্টগ্রাম: উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে আর কিছুদিন পরেই ডিম ছাড়বে মা মাছ। এরমধ্যেই মা-মাছ শিকারে উৎ পেতে আছে চোরা শিকারিরা। তবে প্রশাসনের অভিযানে বারবার ধরাশায়ী তারা। অভিযান চালিয়ে ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। এছাড়া হালদার পাড় কেটে মাটি উত্তোলনে ব্যবহৃত একটা ট্রাক্টর অকেজো করা হয়।
মঙ্গলবার (২০ এপ্রিল) সাত্তারঘাট ঘাট থেকে নাজিরহাট এলাকা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন। এসময় আনসার সদস্য, সমাজকর্মী শেখ মোরসেদুজ্জামান এবং আইডিএফ সদস্যরা অভিযানে সহায়তা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, চলতি এপ্রিল থেকেই হালদায় ডিম ছাড়ার মৌসুম শুরু হয়েছে। মা-মাছ ডিম ছাড়তে হালদায় আসা শুরু করেছে। মা-মাছ শিকারের জন্য চোরা শিকারিরাও তৎপর। তাই মা-মাছ রক্ষায় সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। অভিযানে চোরা শিকারিদের বসানো ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।
তিনি বলেন, শুধু ঘেরা জাল নয়, একইসঙ্গে হালদা পাড় কাটতে ব্যবহৃত একটি ট্রাক্টর মেশিনও অকেজো করে দিয়েছি। মা-মাছ রক্ষায় উপজেলা প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বিএনএনিউজ/মনির