24 C
আবহাওয়া
১০:০৪ পূর্বাহ্ণ - মার্চ ২১, ২০২৫
Bnanews24.com
Home » সেন্টমার্টিন সাগরে অবমুক্ত করা হলো আরও ১৩২ কাছিমছানা

সেন্টমার্টিন সাগরে অবমুক্ত করা হলো আরও ১৩২ কাছিমছানা


বিএনএ, কক্সবাজার: প্রবালদ্বীপ সেন্টমার্টিনের মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া আরও ১৩২টি অলিভ রিডলি প্রজাতির কাছিমছানা বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম সৈকতের মেরিন পার্ক পয়েন্ট দিয়ে কাছিমের ছানাগুলো সাগরে অবমুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ‘আমার সেন্টমার্টিন’ নামের সামাজিক সংগঠনের সমন্বয়ক আলী হায়দার।
জানা গেছে, ইউএনডিপি ও পরিবেশ অধিদপ্তর দুই বছর ধরে স্বেচ্ছাসেবী সংগঠন আমার সেন্ট মার্টিনের সহযোগিতায় মেরিন পার্ক হ্যাচারিতে ফুটানো কাছিমছানা সাগরে অবমুক্ত করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত ২জন ডিম সংগ্রহকারীর মাধ্যমে ২৭টি মা কাছিমের ৩হাজার ৩১৬টি ডিম সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত এসব ডিম থেকে ফুটানো ১ হাজার ৪২১টি কাছিমছানা কয়েক ধাপে সাগরে অবমুক্ত করা হয়েছে।
কাছিমছানা সাগরে ছাড়ার সময় উপস্থিত ছিলেন, আয়াতউল্লাহ খোমেনি, পরিবেশ অধিদপ্তর কর্মী আব্দুল আজিজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি  

Loading


শিরোনাম বিএনএ