24 C
আবহাওয়া
৯:৩২ পূর্বাহ্ণ - মার্চ ২১, ২০২৫
Bnanews24.com
Home » ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৭১ ফিলিস্তিনি

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৭১ ফিলিস্তিনি


বিএনএ ডেস্ক : দখলদার ইসরাইলের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।এ নিয়ে গাজায় গত মঙ্গলবার থেকে নতুন করে চালানো বর্বর ইসরাইলি হামলায় মোট মৃতের সংখ্যা ৭১০ এবং আহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দারকান বলেন, জরুরি চিকিৎসা সেবার অভাবে অনেক আহতের মৃত্যু হয়েছে। কারণ প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধের সরবরাহের এখনো ঘাটতি রয়েছে।

তিনি বলেন, আহতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু এবং তাদের বেশিরভাগেরই আঘাত গুরুতর।

গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৬১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১,১২,০০০-এর বেশি।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (ICC) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) গণহত্যার মামলাও চলছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ