বিএনএ, চট্টগ্রাম: মানবিক সংগঠন জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ এর পক্ষ থেকে ঈদ উপহার যাচ্ছে চট্টগ্রামের ঘরে ঘরে। এছাড়াও পরিত্র মাহে রমজান মাস উপলক্ষে রোজাদার মানুষের মাঝে রমাদান ফুড প্যাক ও ঈদ উপহার বিতরণ করা হয়।
চট্টগ্রাম নগরীর বাকলিয়া ১৭ নং ওয়ার্ড, পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়ন, মুহুরীপাড়া ধর্মপুর ৩নং ওয়ার্ড সাতকানিয়া, হালিশহর এবং অন্যান্য কিছু এলাকার মানুষের মাঝে প্রজেক্ট মুখের হাসির রমাদান ফুড প্যাক ও ঈদ উপহার বিতরণ করা হয়। মানবিক এই কাজে সার্বিক সহযোগিতা করেন জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘের উপদেষ্টা মন্ডলী- আব্বাস উদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন চৌধুরী, অ্যাড. সাজেদা আমিন চৌধুরী, অ্যাড. নাঈম ভূঁইয়া, অ্যাড. হাসান মুরাদ, অ্যাড. হান্নান ভাই, অ্যাড. তিশি আপু, অ্যাড. রায়হানুল ইসলাম রানা, অ্যাড. মিশকাতুল কবির, অ্যাড. রিফাত ভাই, জে. এম. কামরুল হাসান চৌধুরী, জে. এম. করিমুল হাসান চৌধুরী, জে. এম. কারিমুল হাসান চৌধুরী, হুমায়ূন কবির চৌধুরী আহিদ, বদিউল আলম প্রদীপ, মিজানুর রহমান সহ আরো অনেকেই ।
জামাল উদ্দিন চৌধুরী সন্তান জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘের সভাপতি অ্যাড. জে. এম. কানিসুল হাসান চৌধুরী (রিহাত)বলেন, জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ সব- সময় অসহায় মানুষের পাশে দাড়িয়েছে এবং ভবিষ্যৎ আরো ভালো কিছু করে সকলের সাথে থাকতে চাই। মানবিক এই কাজের জন্য ধন্যবাদ জানান জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘের – অ্যাড. হারুনুর রশীদ, অ্যাড. ছোটন, অ্যাড. শহীদ, জয় মহাজন, সাইমন, সানজিনা আক্তার, নুসরাত জাহান, মোঃ রিজবী, মিজান, ইয়াছিন, সাদমান রেজা সামি, আশরাফুল, মুন্না, মিফতাহ, কাজল, মিরাজ, সাব্বির, মাসুম, আহসান হাবিব, শামীম, অভি, সৌরভ মামুন, নানজিবা, সিয়াম, সুরাক এনাম, সাকিব, তৌহিদ, মহি, শাকিল, রুমান, তাশিক, রমজান, শাকিল, রাজু, ফারচা, মমিন, নাজিয়া, আদর, শুভ, ওহি, সম্রাট, ইফতি, সাহস, জুনায়েদ প্রমুখ।
বিএনএনিউজ/ নাবিদ/এইচ.এম।