24.5 C
আবহাওয়া
৭:৫৪ পূর্বাহ্ণ - মার্চ ২৮, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে পৃথক ঘটনায় চার কিশোরী ধর্ষণের শিকার

রাজধানীতে পৃথক ঘটনায় চার কিশোরী ধর্ষণের শিকার

রাজধানীতে পৃথক ঘটনায় চার কিশোরী ধর্ষণের শিকার

বিএনএ, ঢাকা: রাজধানীর খিলগাঁও এবং মুগদা থানা এলাকায় পৃথক ঘটনায় চারজন ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদেরকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। মুগদা থানার ধর্ষণের শিকার কিশোরীদের বয়স ১৩ বছর, ১২বছর, ১৫ বছর ও খিলগাঁওয়ের কিশোরীর বয়স ১৫ বছর।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল দশটা, সকাল এগারোটায়, সকাল সাড়ে ১১ টায় ও দুপুর বারোটায় তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ২১২ নম্বর গাইনি ওয়ার্ডে ভর্তি করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস মাহমুদ সকাল দশটার দিকে ১৫ বছরের কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে ভর্তি করেন। অপরদিকে, মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম ১৫ বছরের একটি কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসে।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাফায়েত ১৩ বছরের (সনাতন ধর্মাবলী) একটি কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে ভর্তি দেওয়া হয়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন ১২ বছরের এক শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসলে তাকেও ভর্তি দেন।

এস আই শাফায়েত বলেন, হঠাৎ করে রাজধানীসহ সারা দেশে ধর্ষণের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। তবে ওইসব  ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারও করা হচ্ছে।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ