27 C
আবহাওয়া
৯:৫৩ অপরাহ্ণ - মার্চ ২০, ২০২৫
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে গ্রিন সিটি মার্কেটে আগুন

নারায়ণগঞ্জে গ্রিন সিটি মার্কেটে আগুন

নারায়ণগঞ্জে গ্রিন সিটি মার্কেটে আগুন

বিএনএ,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রিন সিটি নামে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। কাঁচপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৯ মার্চ) রাত ২টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ তারাবো বিশ্বরোড এলাকার গ্রিন সিটি মার্কেটে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে মার্কেটে থাকা দোকানগুলোর আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে তারাবো ব্রিজে যানজটের কারণে গিয়ে পৌঁছাতে পারেনি।

কাচপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, রাত ২ টার দিকে গ্রীন সিটি মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর চারটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ