21 C
আবহাওয়া
৯:৩৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মোটরসাইকেল দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

মোটরসাইকেল

বিএনএ দিনাজপুর: দিনাজপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালক ও আরহী দুইজন নিহত হয়েছে। রোববার (২০ মার্চ) ভোরে সদর উপজেলার কাউগাঁ রাজাপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের বড়বন্দর এলাকার নবমুসলিম আনোয়ারুল ইসলাম কৃষন মজুমদার (২৩ ) ও নজরুল ইসলাম (২২)। তিনি সদর উপজেলার রামসাগর মনিহার পাড়া তাজপুর গ্রামের পিতা মৃত তৈয়ব উদ্দিনের ছেলে।তারা সম্পর্কে একে অপরের শ্যালক-দুলাভাই।

পুলিশ জানায়, তারা শালা দুলাভাই মিলে ভোর সাড়ে ৫ টার দিকে মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার কাউগাঁ রাজাপুকুর এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মহাসড়কেরে উপর বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে থাক্কা দেয়। এতে রাস্তার ওপরে সিটকে পড়ে দুজন। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

ব্রেকিংনিউজ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ