ফ্যামিলি কার্ডের মাধ্যমে রমজান উপলক্ষে রবিবার (২০ মার্চ) থেকে সারা দেশে টিসিবির পণ্য বিতরণ শুরু হচ্ছে।দুই ধাপের এ কার্যক্রমের প্রথম ধাপ চলবে ২৯ মার্চ পর্যন্ত। আর দ্বিতীয় ধাপে ৩ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত একই ধরনের পণ্য কেনার সুযোগ পাবেন কার্ডধারী পরিবারগুলো। এ কার্যক্রম তদারকি করবে স্থানীয় জেলা প্রশাসন।
এক কোটি কার্ডধারী পরিবার নির্ধারিত পয়েন্ট থেকে বাজারমূল্যের চেয়ে কম দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যেমন চাল, ডাল, চিনি, সয়াবিন তেল এবং ছোলা কেনার সুযোগ পাবেন তারা।
এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘৮৭ লাখ মানুষ, যারা দারিদ্র্যসীমার নিচে বাস করেন, তারা নিশ্চিতভাবে খাদ্যসামগ্রী পাবেন। যারা বাকি রয়েছেন, তাদেরও সুযোগ দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’
বিএনএনিউজ২৪,জিএন