16 C
আবহাওয়া
৮:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল

আগুনের ঘটনাগুলো খুবই রহস্যজনক: মির্জা ফখরুল

বিএনএ, ঢাকা : হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।চিকিৎসকের পরামর্শে হাসপাতালের পর্যবেক্ষণ শেষে সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯ টা ৩০ মিনিট এর সময় উত্তরার বাসায় ফিরেছেন তিনি।

এখন তার অবস্থা ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন বলেন, এখন পর্যন্ত মির্জা ফখরুলের কোনো ঝুঁকি বা জটিলতা খুঁজে পাননি চিকিৎসকরা।

প্রায় এক সপ্তাহ চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি হঠাৎ অসুস্থ বোধ করছিলেন। শ্বাস নিতে তার খুব কষ্ট হচ্ছিল। দ্রুত তাকে গুলশানের ইউনাইটেড হাসাপাতালে নেওয়া হয় কার্ডিওলজি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক অধ্যাপক মুমিনুজ্জামানের অধীনে তিনি সারাদিন পর্যবেক্ষণে ছিলেন।

কিছুদিন ধরে মির্জা ফখরুলের শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। কিছুদিন আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে ১৯ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ