22 C
আবহাওয়া
৯:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » রাউজানে তিনতলার ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

রাউজানে তিনতলার ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশি নিহত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে পাকা ভবনের তিনতলা থেকে পড়ে রাশেদা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার(২০ ফেব্রয়ারি) সকাল ১০ টায় রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদা বেগম ওই ওয়ার্ডের সাইর ফকির বাড়ির দুবাই প্রবাসী মো. শাহাজানের স্ত্রী। তিনি দুই মেয়েসহ তিন সন্তানের জননী।

স্থানীয় সূত্রমতে, পানি সঞ্চালন বন্ধের কারণ খুঁজতে তিন তলায় স্থাপন করা পানির ট্যাংকের পাশ থেকে তিনি ছিটকে ভবনের নিচে মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘তিনতলার ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হবে।’

বিএনএ নিউজ২৪, শফিউল আলম, জিএন

Loading


শিরোনাম বিএনএ