বিএনএ ডেস্ক, ঢাকা: করোনা সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ উঠে যাচ্ছে ২২ ফেব্রুয়ারি। এরপর থেকে আর কোন বিধিনিষেধ থাকছে না।
রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদের সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, ১ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। আনোয়ারুল ইসলাম বলেন, ২৬ ফেব্রুয়ারি সারাদেশে এক কোটি গণটিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এখন পর্যন্ত যারা প্রথম ডোজ নেননি তাদের ২৬ ফেব্রুয়ারির মধ্যে টিকা গ্রহণের আহ্বান জনান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রী সভা। নোটিশ জারির মাধ্যমে এটি কার্যকর করা হবে।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দফা নির্দেশনা দিয়ে বিধিনিষেধ আরোপ করে সরকার। ৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিধিনিষেধের মেয়াদ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়।
বিএনএ/ এ আর