বিএনএ, চট্টগ্রাম : মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও রোধ করা সম্ভব হচ্ছেনা ভাইরাসটির সংক্রমণ। তবে অনেকেই মানছেননা আগের মতো করোনার সতর্কতা। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৯ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ হাজার ৩৫১ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৬টি ল্যাবে ১ হাজার ২৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬১১টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়।
চবি ল্যাবের পরীক্ষায় কারও করোনা শনাক্ত না হলেও বিআইটিআইডি ল্যাবে ১৮ জন, চমেক ল্যাবে ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪৮টি নমুনা পরীক্ষা করে ১৫ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বিএনএনিউজ/জেবি