31.2 C
আবহাওয়া
২:৩৪ অপরাহ্ণ - জুলাই ১৫, ২০২৫
Bnanews24.com
Home » অবশেষে তিন জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

অবশেষে তিন জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি


বিএনএ, কক্সবাজার: অবশেষে তিনদিনের মাথায় মিয়ানমারে আটকে রাখা বাংলাদেশি তিন পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে মিয়ানমার। সোমবার (২০ জানুয়ারি) টেকনাফ স্থলবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, তিনদিন পর মিয়ানমার থেকে আসা পণ্যবাহী জাহাজগুলো ছেড়ে দেওয়া হয়।

এর আগে, মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্যবাহী চারটি কার্গো জাহাজ কক্সবাজার জেলার টেকনাফ স্থল বন্দরের উদ্দেশে আসার পথে আরাকান আর্মি আটক করে তাদের জিম্মি করে। গত বৃহস্পতিবার ও শুক্রবার দুইটি করে পর্যায়ক্রমে চারটি কার্গো আটক করে এ সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠিটি। এরমধ্যে আরাকান আর্মির সমঝোতার ভিত্তিতে ছাড়পত্র নিয়ে গত শনিবার একটি কাঠবাহী কার্গো বন্দরে আসে। তিনদিন পর বাকি তিনটি ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, মিয়ানমারে যুদ্ধ সংঘাতের মধ্য দিয়ে আরাকান আর্মি রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা দখলে নেয়। এ সংঘাতের কারণে প্রভাব পড়েছে টেকনাফ স্থল বন্দরের সীমান্ত বাণিজ্য। বেশ কিছুদিন ধরে বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বিচ্ছিন্নভাবে যেসব পণ্য আমদানি হয় তাও ইয়াঙ্গুন শহর থেকে। এ শহর থেকে আসার পথে নাফ নদীতে প্রবেশ করতে রাখাইন রাজ্যের সীমান্ত হয়ে আসতে হয়। সম্প্রতি যেসব বোট বা কার্গো বন্দরে আসলেই তাদের ছাড়পত্র নিয়ে আসতে হয়। এর পরিপ্রেক্ষিত গত বৃহস্পতিবার ও শুক্রবার চারটি পণ্যবাহী কার্গো আটক করে আরাকান আর্মি।

বন্দর কর্তৃপক্ষ সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, কার্গো জাহাজগুলোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন পণ্যের আনুমানিক ৫০ কোটি টাকার মালামাল রয়েছে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন

Loading


শিরোনাম বিএনএ