26 C
আবহাওয়া
১০:১১ অপরাহ্ণ - জুলাই ১৫, ২০২৫
Bnanews24.com
Home » সাংবাদিক হাউজিং সোাসাইটিতে ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

সাংবাদিক হাউজিং সোাসাইটিতে ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

সাংবাদিক হাউজিং সোসাইটি ২০২২-২৩ সালের সমাপ্তকৃত উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাবেক মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ. ম নাছির উদ্দীন বক্তব্য রাখছেন।

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ্ সাংবাদিক হাউজিং সোসাইটি আয়োজিত বিজয় দিবস ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট গত ১৯ জানুয়ারী ২০২৪ইং সাংবাদিক হাউজিং সোসাইটি স্কুল মাঠে সম্পন্ন হয়। ফুটবলে সোসাইটির লাল দল ও ব্যাডমিন্টনে সবুজ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির প্লট মালিক সমিতির সভাপতি সাংবাদিক এডভোকেট সুখময় চক্রবর্তী।

সাংবাদিক হাউজিং সোসাইটি ২০২২-২৩ সালের সমাপ্তকৃত উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাবেক মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন ডেইলি পিপলস্ ভিউ সম্পাদক ও প্রকাশক ওসমান গণি মনসুর। চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক এ.জি.এস তানভীর আহম্মেদ।

সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর সঞ্চলনায় আলোচনায় অংশ নেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরী, সাংবাদিক শতদল বড়ুয়া, সাংবাদিক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক ইরফান রেজা খান, সামাউন আবেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নির্মল বিনোদনের অনন্য মাধ্যম খেলাধুলা, সুস্বাস্থ্য ও মানসিক প্রশান্তির জন্য মানুষের জীবনে খেলাধুলা গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি খেলার মাঠ উন্নয়ন ও সংস্কারের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন। সমাপ্তকৃত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধনকালে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রাশেদুল হাসান আল কাদেরী।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ