22 C
আবহাওয়া
৬:১৮ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে শ্রীমঙ্গল

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে শ্রীমঙ্গল


বিএনএ, মৌলভীবাজার: চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবারের মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা যোগ হওয়ায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে ৫.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, যা এবারের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

সকাল ৬টার দিকে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

কয়েকদিন ধরেই কুয়াশায় ঢেকে থাকে শ্রীমঙ্গল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কিছুটা বাড়লেও বিকেল থেকে আবার ঠান্ডা জেঁকে বসে। সন্ধ্যা এবং রাতে সেই ঠান্ডা তীব্রতা ছড়ায়। কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৈরি আবওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে-খাওয়া, ছিন্নমূল মানুষ। মাঘ মাসের শীতের তীব্রতায় জবুথবু হয়ে পড়েছেন তারা।

এরপরও জীবন ও জীবিকার তাগিদে ঘনকুয়াশা আর তীব্র শীতের মধ্যেই সকাল-সন্ধ্যা কাজ করে যাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। গরিব মানুষ খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ