16 C
আবহাওয়া
১১:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ৬৬ দেশের একহাজার ওমরাহ হাজিকে আতিথ্য দেবে সৌদি আরব

৬৬ দেশের একহাজার ওমরাহ হাজিকে আতিথ্য দেবে সৌদি আরব

৬৬ দেশের একহাজার ওমরাহ হাজিকে আতিথ্য দেবে সৌদি আরব

বিশ্ব ডেস্ক:  সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ৬৬টি দেশ থেকে ১,০০০ মুসলিম তীর্থযাত্রীকে ওমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এ উদ্যোগটি দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়কের অতিথি প্রোগ্রাম -এর আওতায় পরিচালিত হবে।

সোমবার (১৮ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই কর্মসূচি পরিচালিত হবে।

রাজা সালমান ইসলামিক বর্ষ ১৪৪৬ হিজরি (২০২৪) জুড়ে চারটি পৃথক দলে তীর্থযাত্রীদের গ্রহণের অনুমোদন দিয়েছেন। কর্মসূচির আওতায় তীর্থযাত্রীরা ওমরাহ পালন, মক্কা ও মদিনার পবিত্র এবং ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন এবং দুই পবিত্র মসজিদের ইমাম ও বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সৌদি সরকার এই কর্মসূচির আওতায় তীর্থযাত্রীদের যাবতীয় ব্যয় বহন করবে। এর লক্ষ্য মুসলিম বিশ্বের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং মুসলিমদের ইসলামের ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে জ্ঞান বাড়ানো।

এ কর্মসূচির আওতায় ইতিমধ্যে ১৪০টিরও বেশি দেশের মুসলিম দুই পবিত্র মসজিদের খাদেমের আমন্ত্রণে অংশগ্রহণ করেছেন। সব ঠিক থাকলে, ২০২৫ সালের জুনের শেষ সপ্তাহের মধ্যে চলতি ইসলামিক বছরে তীর্থযাত্রীদের এই অভিজ্ঞতা প্রদান করা হবে।

বিএনএনিউজ২৪ ডটকম, এসজিএন, শাম্মী

Loading


শিরোনাম বিএনএ