26.4 C
আবহাওয়া
১:১৯ পূর্বাহ্ণ - মে ১৪, ২০২৫
Bnanews24.com
Home » প্রিজনভ্যান থেকে পালানো রোহিঙ্গা আসামি আটক

প্রিজনভ্যান থেকে পালানো রোহিঙ্গা আসামি আটক

আটক

বিএনএ, কক্সবাজার: আদালতে নেওয়ার সময় পুলিশের প্রিজনভ্যান থেকে পালিয়ে যাওয়া শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী মজিবুল আলম প্রকাশ মজিয়াকে (২৮) একটি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (১৮ নভেম্বর) রাতে উখিয়ার রাজাপালংয়ের টিভি টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।শনিবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, মুজিবুর উখিয়া ২ ওয়েস্ট রোহিঙ্গা শিবিরের দীন মোহাম্মদের ছেলে।
গত ১২ অক্টোবর থানা থেকে আদালতে নেওয়ার সময় রামু সেনানিবাস এলাকায় পৌঁছালে প্রিজনভ্যান থেকে পালিয়ে যায় মুজিবুর। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

মুজিবুরের বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন,ওজি

Loading


শিরোনাম বিএনএ