বিএনএ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের সাথে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। নিহত নয়ন মিয়ার বয়স ২২ বছর। বাঞ্ছারামপুর থানার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন তিনি।
শনিবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে গুলিবিদ্ধ হন নয়ন মিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ আজিজ শান্ত জানান, ২৬ নভেম্বর বিভাগীয় সম্মেলন উপলক্ষে লিফলেট বিতরণ করছিলেন তারা। থানার পাশে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ কাছ থেকেই তাকে গুলি করে। গুলি তার পেটে লাগে।
শাহ আজিজ আরও জানান, নিহত নয়ন বাঞ্ছারামপুর থানার সোনারামপুর ইউনিয়নের বাসিন্দা রহমত উল্লাহর সন্তান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় নয়ন মিয়াকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নয়ন মিয়া পুলিশের গুলিতে নিহত হয়েছেন এমন অভিযোগ করেন তার স্বজনরা। তবে নয়ন পুলিশের গুলিতে মারা গেছেন কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেন নি বাচ্চু মিয়া।
বিএনএ/এ আর