37 C
আবহাওয়া
৭:০৭ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » নোরা নৃত্য দেখতে না পেয়ে হতাশ দর্শকরা

নোরা নৃত্য দেখতে না পেয়ে হতাশ দর্শকরা

নোরা নৃত্য দেখতে না পেয়ে হতাশ দর্শকরা

বিএনএ ডেস্ক: নৃত্যশিল্পী হিসেবেই পরিচিতি নোরা ফাতেহি, নোরার নাচ দেখার জন্যই টিকেট কিনেছিলেন দর্শকদের অনেকে। কিন্তু নোরা নৃত্য দেখতে না পেয়ে হতাশা প্রকাশ করেছেন তারা। আয়োজকদের বিরুদ্ধে তুলছেন প্রতারণার অভিযোগ।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকায় পৌঁছান নোরা ফাতেহি। লা’মেরিডিয়ান হোটেলে ওমেন্স লিডারশিপ কর্পোরেশন আয়োজিত গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে হাজির হন রাতে। মঞ্চে গিয়ে দর্শকের দিকে উড়ন্ত চুমু ছুড়ে দেন, সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে পুরস্কারের আনুষ্ঠানিকতা সেরে বিদায় নেন।

এই অনুষ্ঠানের জন্য তিন ধরনের টিকিটমূল্য ধার্য করেছিলো আয়োজকরা। এর মধ্যে ভিআইপি ১০ হাজার টাকা, গোল্ড ৫ হাজার ও সিলভার ৩ হাজার টাকা এত টাকার টিকেট কেটে নোরার দুই মিনিটের বক্তব্য শুনিয়ে বিদায় দেয়াকে ‘প্রতারণা’ হিসেবে দেখছেন দর্শকরা।

অনুষ্ঠান শেষে প্রতিক্রিয়ায় দর্শকরা বলেন, নোরা জাস্ট এলেন, টিকটকের মতো ১৫ সেকেন্ড নাচলেন। দু-চারটা কথা বলে পুরস্কার দিয়ে চলে গেলেন। নোরার ভক্তরা বলেন, তিনি মাত্র দুই মিনিটের জন্য আসলেন। আমরা আর কিছুই দেখতে পাইনি। নোরা না নেচে নেমে যাওয়ায় তারা মনঃক্ষুণ্ন হন।

ওমেন্স লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ইশরাত জাহান মারিয়া বলেন, নোরার পারফর্ম করার পারমিশন ছিল না। তাছাড়া তিনি সাত ঘণ্টা জার্নি করে এসেছেন। অনেক ক্লান্ত ছিলেন। এ অবস্থায় কিছু বলার ছিল না।

তবে অনুষ্ঠানে বলিউড অভিনেত্রীর মঞ্চে আসার আগে দুই ঘণ্টার বেশি সময় ধরে চলতে থাকে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ ও ফ্যাশন শো।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কয়েকজন নারীকে পুরস্কৃত করা হয় এ অনুষ্ঠানে। নোরা ফাতেহি অনুষ্ঠানের মূল আকর্ষণ হলেও মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশি শিল্পীরাই। তাদের মধ্যে ছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরীও।

শনিবার সকালে ঢাকা ত্যাগ করে নোরা ফাতেহি। রোববার কাতারে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে তার পারফর্ম করার কথা রয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ