27 C
আবহাওয়া
৯:২৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৫
Bnanews24.com
Home » ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের ,৩৮ ফিলিস্তিনিকে হত্যা

৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের ,৩৮ ফিলিস্তিনিকে হত্যা


বিএনএ, ডেস্ক : চলতি মাসের শুরুতে কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী ৪৭ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এর মধ্যে ইসরায়েলি হামলায় ৩৮ ফিলিস্তিনি নিহত এবং ১৪৩ জন আহত হয়েছে ।

এ দিকে ইসরায়েলি সরকার বলছে, গাজা ও মিশরের মধ্যবর্তী রাফা সীমান্ত ক্রসিং ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে জিম্মিদের মরদেহ উদ্ধারে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেছেন।

কিন্তু হামাস এরই মধ্যে আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিয়েছে। হামাস বলছে, নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি ‘ব্যহত করার জন্য তুচ্ছ অজুহাত’ কাজে লাগাতে চাচ্ছেন।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া সংঘাতে গাজায় কমপক্ষে ৬৮ হাজার ১১৬ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ২০০ জন আহত হয়েছে। অপরদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ