25 C
আবহাওয়া
৩:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে দুই স্টেডিয়াম পরিদর্শন করলেন ক্রীড়া উপদেষ্টা

চট্টগ্রামে দুই স্টেডিয়াম পরিদর্শন করলেন ক্রীড়া উপদেষ্টা

চট্টগ্রামে ক্রীড়া উপদেষ্টার দুই স্টেডিয়াম পরিদর্শন

বিএনএ, চট্টগ্রাম: শনিবার (১৯ অক্টোবর) সকালে জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

সকাল ৯টায় সাগরিকায় জহুর আহাম্মদ চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে তিনি স্টেডিয়াম গ্রাউন্ড, গ্যালারি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি কাজীর দেউড়ি এম এ আজিজ স্টেডিয়ামে এসে বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন।
দুটি স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। পরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ