25 C
আবহাওয়া
৩:৪৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » বগুড়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দুর্ঘটনা

বিএনএ ডেস্ক : বগুড়ার শাজাহানপুরে  ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন– উপজেলার গন্ডগ্রামের মানিকের ছেলে পলাশ (৩৩) ও একই এলাকার আপেল (৩০)। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের জোড়া কৃষি কলেজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই যুবক মোটরসাইকেলযোগে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রানীরহাটের জোড়া নামক স্থানে পৌঁছলে বিপরীতমুখী বালুবাহী ট্রাক তাদের সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিএনএ/ওজি/শাম্মী/হাসনা


শিরোনাম বিএনএ