22 C
আবহাওয়া
১১:৪০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় ২১ নারীসহ নিহত ৩৩

জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় ২১ নারীসহ নিহত ৩৩


বিএনএ বিশ্বডেস্ক :ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সবশেষ জাবালিয়া শরণার্থী ক্যাম্পে নৃশংস হামলায় ২১ নারীসহ ৩৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জাবালিয়ার বেশ কয়েকটি বাড়িতে ইসরায়েলি সেনারা হামলা চালায় বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়।

হামাস নিয়ন্ত্রিত গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় নিহতের সংখ্যা ৫০ জনেরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া হামলায় আরও ৮৫ জন আহত হয়েছেন। এদের কয়েকজনের অবস্থা গুরুতর।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করে বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা। ওই সময় তারা প্রায় ২৫০ জনকে ধরে গাজায় নিয়ে আসে এবং ১ হাজার ২০০ জনকে হত্যা করে।

হামাসের এই হামলার প্রতিশোধ নিতে ওইদিনই গাজায় ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েল। গত এক বছরে নির্বিচার হামলায় এ পর্যন্ত প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখেরও বেশি মানুষ।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ