16 C
আবহাওয়া
৯:১৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » নোয়াখালীতে মাটিতে পুঁতে রাখা আগ্নেয়াস্ত্র উদ্ধার

নোয়াখালীতে মাটিতে পুঁতে রাখা আগ্নেয়াস্ত্র উদ্ধার


বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে নৌবাহিনী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, বুধবার রাতে হাতিয়ার বোয়ালিয়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা একটি বন্দুক, তিনটি থ্রিকোয়ার্টার এলজি (লাইট গান) এবং দুইটি এলজি উদ্ধার করা হয়।

এছাড়া, ১৭টি রকেট প্যারাশ্যুট ফ্লেয়ারও জব্দ করে তারা। সাধারণত, দুর্ঘটনার কবলে পড়া নৌযান থেকে সংকেত পাঠাতে আতশবাঁজি সদৃশ রকেট ফ্লেয়ারগুলো ব্যবহৃত হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র পরবর্তীতে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

 

 

Loading


শিরোনাম বিএনএ