17 C
আবহাওয়া
১০:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » নারী ফুটবল দলকে ছাদ খোলা বাসেই সংবর্ধনা

নারী ফুটবল দলকে ছাদ খোলা বাসেই সংবর্ধনা

নারী ফুটবল দলকে ছাদ খোলা বাসেই সংবর্ধনা

বিএনএ ডেস্ক: ষষ্ঠ ‘সাফ ওমেন্স চ্যাম্পিয়শীপ ২০২২’ এর শিরোপা অর্জন করায় বাংলাদেশ নারী ফুটবল দলকে ছাদ খোলা বাসে সংবর্ধনা জানানো হবে। এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল আগামী ২১ সেপ্টেম্বের দুপুর ১২ টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন।

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান জাহিদ আহসান রাসেল। প্রতিমন্ত্রী জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মতিঝিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে ভবন পর্যন্ত তাদের ছাদ খোলা বাসে নিয়ে যাওয়া হবে। উষ্ণ অভ্যর্থনা’র পাশাপাশি ভক্তদের ভালবাসায় সিক্ত হবেন জাতীয় নারী ফুটবল দল।

জাহিদ আহসান জানান, সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা অর্জনের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন আমাদের খেলোয়াড়রা। দেশের সম্মান বিশ্ব দরবারে নিয়ে গেছেন তারা। তাদের একনিষ্ঠতা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করা হবে।

সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন রুপনা চাকমা
সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন রুপনা চাকমা

সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। সাফের গত ৫ আসনের মধ্যে একবার ফাইনাল খেললেও শিরোপার দেখা পায়নি বাংলাদেশ। এদিকে চার বার ফাইনাল খেলা নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া সত্যি গৌরবের বলছেন দেশের ফুটবল ভক্তরা।

ফাইনালে বাংলাদেশ দলের হয়ে জোড়া গোল করেছেন কৃষ্ণা রানি সরকার। তবে এদিন দলের হয়ে প্রথম গোল করেন শামসুন্নাহার জুনিয়র। নেপালের হয়ে একটি গোল শোধ করেন অনিতা বাসনেত।

কোচকে নিয়ে বাংলাদেশ নারী দলের উল্লাস
কোচকে নিয়ে বাংলাদেশ নারী দলের উল্লাস

এবারের আসনের সেরা খেলোয়াড় ও মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। সর্বোচ্চ গোলদাতাও তিনি। আসরের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন রুপনা চাকমা। এছাড়া ফেয়ার প্লে’র সম্মান পেয়েছেন বাংলাদেশ দল।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ