বিএনএ ঢাকা: নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ২১ নভেম্বর দিন ধার্য করেছে আদালত।
রোববার (১৯ সেপ্টেম্বর) এ ধার্য করেন ঢাকার অতিরিক্ত মহানগরের বিশেষ ট্রাইবুনাল ৫ এর বিচারক ফাতেমা ফেরদৌস। এদিন মামলার আসামি তানভির আদিল বাবু ও শফিউল বারী বাবুসহ তিনজন মারা যাওয়ার একটি পিটিশন দাখিল করেন আসামিপক্ষের আইনজীবীরা। তাই মৃত্যুর প্রতিবেদন আসা সাপেক্ষে অভিযোগ গঠনের জন্য নতুন এ তারিখ নির্ধারণ করেন বিচারক।
অভিযোগ গঠন হলে এ মামলায় মির্জা ফখরুলসহ ৩৯ নেতাকর্মীর আনুষ্ঠানিক বিচার শুরু হবে। মামলায় হাজিরা দিতে মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হন বিএনপি মহাসচিবসহ নেতাকর্মীরা।
২০১৫ সালের ৬ জানুয়ারি রাজধানীর পল্টনে নির্বাচন পরবর্তী সংঘাত, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির মহাসচিবসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে পুলিশ।
বিএনএনিউজ/আরকেসি