26 C
আবহাওয়া
৫:০৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ভ্যাকসিন না দেয়ায় ইতালিতে ৭২৮ ডাক্তার, ফ্রান্সে ৪৫০ স্বাস্থ্য কর্মী চাকুরিচ্যুত

ভ্যাকসিন না দেয়ায় ইতালিতে ৭২৮ ডাক্তার, ফ্রান্সে ৪৫০ স্বাস্থ্য কর্মী চাকুরিচ্যুত

সাত শর্তে ভ্যাকসিন নেয়া যাবে

বিএনএ, বিশ্ব ডেস্ক(১৮সেপ্টেম্বর) : করোনা ভ্যাকসিন না দেয়ায় ফ্রান্স নতুন করে  তিনহাজার স্বাস্থ্যকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। ডেইলি নাইস মাটিন জানায়, কেবল নাইস শহরেই সাড়ে ৭হাজার কর্মীর মধ্যে প্রায় ৪৫০জনকে বরখাস্ত করা হয়েছে।

ফ্রান্সে ২কোটি ৭০লাখ স্বাস্থ্য কর্মী রয়েছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।

অন্যদিকে ইতালিতেও প্রায় কাছাকাছি সংখ্যক স্বাস্থ্যকর্মীকে করোনা ভ্যাকসিন দিতে ব্যর্থ হওয়ায় বনখাস্ত করা হয়েছে।  সে সাথে দেশটির প্রায় ৭২৮জন ডাক্তারও চাকুরি হারিয়েছেন। ইতালি ডক্টরস ফেডারেশন এ তথ্য জানিয়েছে।

দেশটিতে যারা করোনার কমপক্ষে একটি ডোজ দিয়েছে, সর্বশেষ পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে তাদের কে সরকারের পক্ষ হতে গ্রীণ পাস দেয়া হচ্ছে। গ্রীণ পাস ছাড়া কেউ ইউরোপের দেশ ভ্রমণ ও কোথাও চাকুরি করতে পারবেন না।

ইউরোপের অন্যান্য দেশও গ্রীণ পাস ছাড়া জিম,রেস্টুরেন্ট, সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে নিয়ম চালু করেছে। খবর রয়টার্সের।

বিএনএ বাংলানিউজ২৪ ডটকম,জিএন

Loading


শিরোনাম বিএনএ