22 C
আবহাওয়া
১:২১ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » প্রথম ম্যাচেই পয়েন্ট হারালো রিয়াল

প্রথম ম্যাচেই পয়েন্ট হারালো রিয়াল

bappa

স্পোর্টস ডেস্ক: আগের থেকেই তারকায় ঠাসা রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এই মৌসুমে দলে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও এন্দ্রিকের মতো প্রতিভাবানরা। তবে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে শুরুটা মোটেও ভালো করতে পারল না গ্যালাকটিকোরা। অভিষেকটা পুরোপুরি সুখকর হলো না কিলিয়ান এমবাপ্পেরও। লিগের প্রথম ম্যাচেই দুর্বল মায়ার্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ঘরের মাঠে শুরু থেকেই রিয়ালকে চাপে রেখেছিল মায়োর্কা। ৬ মিনিটের মাথায় দারুণ এক সেভে তাদের এগিয়ে যেতে দেননি রিয়াল কিপার। তবে দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে ১৩ মিনিটে লিড নেয় রিয়ালই। ভিনিসিয়াস জুনিয়রের দারুণ এক পাসে বল পেয়ে গোল করতে ভুল করেননি রদ্রিগো। প্রথমার্ধের আগে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল মায়োর্কা। তবে এবারও বাধা হয়ে দাঁড়ান কোর্তোয়া। এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর দুদলই আক্রমণ চালায়। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সমতায় ফেরে মায়োর্কা। রদ্রিগেজের কর্নারে হেডে বল জালে পাঠান কসোভান ফরোয়ার্ড ভেদাত মুরিচি। ম্যাচের বাকি সময়ে একাধিক আক্রমণে যায় রিয়াল, তবে লক্ষ্যভেদ করতে বারবারই ব্যর্থ লস ব্লাঙ্কোস শিবির। সহজ সুযোগ মিস করেন কিলিয়ান এমবাপ্পেও।

৯০ মিনিটে অবিশ্বাস্য এক জয় পেতে পারত মায়োর্কা, তবে গোলের সুযোগ নষ্ট করেন সানচেজ। ৯৭ মিনিটে মেন্ডি লাল কার্ড দেখলে রিয়াল ১০ জনের দলে পরিণত হয়। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ