15 C
আবহাওয়া
১০:৫১ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » পরমাণু হামলার হুমকি বেলারুশ প্রেসিডেন্টের

পরমাণু হামলার হুমকি বেলারুশ প্রেসিডেন্টের


বিএনএ, বিশ্বডেস্ক : বেলারুল প্রেসিডেন্ট আলেকজেন্ডার লুকাশেঙ্কো পরমাণু হামলার হুমকি দিলেন। সম্প্রতি বেলারুশের কার্যকলাপ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়া।

দেশগুলোর দাবি, রাশিয়ার বেসরকারি সেনা সংস্থা ওয়াগনার গ্রুপকে আশ্রয় দিচ্ছে বেলারুশ।

এই পরিস্থিতিতে লুকাশেঙ্কো বলেছেন, ‘‘পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া যদি আমাদের দেশে আগ্রাসন চালায়, তা হলে আমরাও অবিলম্বে জবাব দেব।’’

গত জুন মাসে বেলারুশে পরমাণু অস্ত্র পাঠিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই তা ঘোষণা করেছিলেন। সেখানে রীতিমতো রুশ পরমাণু অস্ত্র ঘাঁটি তৈরি করেছে মস্কো।

পরমাণু অস্ত্রের সংখ্যা নিয়ে নিশ্চিত নন কেউ, তবে আমেরিকার ডিফেন্স ইনটেলিজেন্স এজেন্সি (ডিআইএ) বলেছে, পুতিনের পরমাণু অস্ত্র পাঠানোর দাবি নিয়ে কারও মনে কোনও সংশয় নেই।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ