15 C
আবহাওয়া
১১:২৪ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » যশোরের শার্শায় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক ১

যশোরের শার্শায় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক ১

যশোরের শার্শায় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক ১

বিএনএ, শার্শা (যশোর): যশোরের শার্শায় একটি ওয়ান শুটারগান পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ বাবু হোসেন (২২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ আগষ্ট ) সকালে শার্শা থানাধীন জিরেনগাছা কাশিয়াডাঙ্গা কাটাখালি ব্রীজের উপর হতে তাকে আটক করা হয়।

আটক বাবু জিরেনগাছা গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জিরেনগাছা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র বহনকারী বাবুকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কোমর থেকে একটি ওয়ান শুটারগান পিস্তল ও তার প্যান্টের পকেট থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, চিহিৃত সন্ত্রাসী বাবুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বিএনএ/ সোহাগ ,ওজি

Loading


শিরোনাম বিএনএ