16 C
আবহাওয়া
৬:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » নেত্রকোণায় প্রধানমন্ত্রীকে কটুক্তি, স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

নেত্রকোণায় প্রধানমন্ত্রীকে কটুক্তি, স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

নেত্রকোণায় প্রধানমন্ত্রীকে কটুক্তি, স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

বিএনএ, নেত্রকোণা : নেত্রকোণার খালিয়াজুরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামীলীগকে নিয়ে ফেসবুকে কটুক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাইকুল হুসাইন পাঠান (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।শনিবার (১৯) সকালের দিকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রাইকুল ওই উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের আবুল হোসাইন পাঠানের ছেলে ও স্বেচ্ছাসেবক দলের খালিয়াজুরি উপজেলা শাখার সদস্য-সচিব।

খালিয়াজুরি থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমাদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের রাইকুল হুসাইন পাঠানের একাউন্টের ওয়ালে গতকাল শুক্রবার (১৮ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগকে নিয়ে কটুক্তিমূলক একটি পোস্ট ছড়িয়ে পড়ার অভিযোগ আসে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ শনিবার সকালের দিকে তাকে আটক করা হয়। তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ ও অভিযোগের তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএ/ ফেরদৌস আহমাদ বাবুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ